Untitled Document
মাঘ সংখ্যা ১৪১৭
মূলপাতা শিরোনাম বটতলা পঞ্জিকা প্রদর্শনী

শীর্ষ থেকে আমাদের নেমে যেতে হয়
শিশির মল্লিক
১২-১২-২০১০

দাঁড়িয়েছি চূড়ায়! পাহাড়ি পথে হেঁটে হেঁটে কখন যে উঠে গেছি!
এই প্রথম কোলাহল থেকে উঁচুতে একান্ত সান্নিধ্যে তুমি আর আমি
কী যে ছোট হয়ে গেছি এ বিশালতায়! বিধি-নিষেধের পলেস্তরা খসে গেছে
আমরা জেনে গেছি নর আর নারীর পরিচয়।
যে আলো জ্বলে আছে
বাধাহীনতায় কী বা থাকে পরিচয়?
তেমনি চেয়েছি আমরা, চাই
বিদ্যমান জড়বৎ স্থিতি পরস্পর।

নিভে যাবো জেনে জ্বলবার বাসনায় কি আমরা জন্ম দিই?
কিংবা সৃষ্টি করি কবিতা!
যার মাঝে থেকে যায় স্পর্শ, হৃদস্পন্দন, প্রাণজসত্ত্বার গান
অপরিচিতেরা কি বিস্ময়ে লুটে নেবে মূল্যবান ভেবে এ সব!

সৃষ্টির জন্যে কি আমাদের আসতে হয়? জন্মদানের জন্যে?
কিংবা নিজেদের পাবার জন্যে আসতে হয় এখানে?

যে চতুর্ভূজে আটকে যায় মানুষ
তাকে যে উঠে আসতে হয় ত্রিভূজ চূড়ায়
আবার নেমে যেতে হয় বৃত্তে, চতুর্ভূজে।
আমরা কি নেমে যাবো নীচে?
বাক্হীন তোমার দৃষ্টি ধোঁয়া ধোঁয়া মেঘের আদরে নীড়হীনা
মুক্ত স্বাধীন!

তুবুও তো নামতে হয় নেমে যেতে হয়
চরমভাবে নেমে যেতে হয়
অন্ধকারে!
এ যে বাধাহীন আলোর মতো
অপরিচিতা!Untitled Document

ফুল
Total Visitor : 708329
সাপলুডু মূলপাতা | মতামত Contact : shapludu@gmail.com
Copyright © Life Bangladesh Developed and Maintained By :