Untitled Document
চৈত্র সংখ্যা ১৪১৭
আমাদের ১লা বৈশাখ (১৪১৮) বাংলার আপামর কৃষি সমাজের সাথে ১৫ এপ্রিল
মূলপাতা শিরোনাম বটতলা পঞ্জিকা প্রদর্শনী
বাস্তব-ন-বাস্তবের ঘোরে
- সামিও শীশনিকষ অন্ধকার, সহ্যাতীত গরম। সন্ধ্যা থেকে এই নিয়ে তিনবার লোডশেডিং। আজহার সাহেব মেজাজ বিগড়ে বসে আছে। আট বছরের ছেলেটার ঘ্যাঁনরঘ্যাঁনর করে এখন একটু থেমেছে। ছেলেটা দিন দিন মাথায় উঠছে। গতকাল কিনেছে কালো সানগ্লাস। কয়েকদিন আগে কোন বন্ধুর কাছ থেকে দেখে তারপর খ্যাঁচখ্যাঁচ করে শেষ পর্যন্ত একটা খেলনার বন্দুক কিনেছে। মাঝে মাঝে আসলে একটু মাইর দেওয়া দরকার, নইরে বাচ্চাকাচ্চা ঠিক থাকে না। এই রকম কথা ভাবতে ভাবতেই বাতিটা জ্বলে উঠল, সিলিংয়ের ফ্যান ঘুরা আরম্ভ করল। আজহার সাহেব সোফাতে গা এলিয়ে রিমোট কন্ট্রোলের নব ঘুরাচ্ছে। এলোমেলোভাবে চ্যানেল পরিবর্তন হচ্ছে। চ্যানেল ঘুরাতে ঘুরাতে খবর দেখে একটু থামল। সবাই বলে এখন অনেক স্মার্ট ছেলে-মেয়েরা মিডিয়া নিউজে এসেছে। আধো ঘুম চোখে খবর শুনছে, খবর পড়ছে, কিছু শুনতে পায়, কিছু কান দিয়ে ঢুকলেও ঠিক মাথায় যাচ্ছে না,

"...বাহিনীর গুলিতে ....নিহত হয়েছে। গতরাতে তাকে নিয়ে যাওয়ার সময় ওৎপেতে থাকা সন্ত্রাসীরা গুলি চালানো আরম্ভ করে। আত্মরক্ষার্থে ...বাহিনীও গুলি চালাতে বাধ্য হয়। গোলাগুলির এক পর্যায়ে .....মারা গেছে।" শুধু একটু নাম পরিবর্তন করে দাড়ি, কমাসহ ঠিক এই একই খবর ছয়বার পড়ছে।

ঘুঁটঘুঁটে অন্ধকার, ভ্যাঁপসা গরম আজহার সাহেব একটা ব্রিজের উপর দাঁড়িয়ে আছে।


     
Untitled Document

চাম্পারাইয়ে থার্টি
Total Visitor: 709013
সাপলুডু মূলপাতা | মতামত Contact : shapludu@gmail.com
Copyright © Life Bangladesh Developed and Maintained By :