Untitled Document
চৈত্র সংখ্যা ১৪১৭
আমাদের ১লা বৈশাখ (১৪১৮) বাংলার আপামর কৃষি সমাজের সাথে ১৫ এপ্রিল
মূলপাতা শিরোনাম বটতলা পঞ্জিকা প্রদর্শনী
কুয়াশা শরীরে বিবর্ণ বিভ্রম
- শিশির মল্লিককুয়াশা শরীরে বিবর্ণ বিভ্রম-
ধোঁয়াশ ক্যানভাসে তোমার প্রতিরূপ
বিন্দু বিন্দু খন্ডিত অনুভবের রোদ্রতপ্ত খিদা
গেয়ে ওঠে বসন্ত গান।
টুপ টাপ ঝরে পড়া প্রৌঢ় পাতায় নতুনের ইঙ্গিত
খেলা খেলা বেলা গড়ায় সৌর ক্রীড়ায়
জেগে আছি যারা আজ-কাল আগামীর অচঞ্চল
স্বপ্নময়তার নাজুক যোনির ভিতর;
অতৃপ্ত সুখে খসে পড়া সহস্র জীবাষ্মের মত
আমরা যেন প্রকৃতির বিস্ময়।

সৃষ্টির খেয়ালে ওঠে বিয়োগান্ত্ম সুর,
বিন্দু বিন্দু কুয়াশা শরীর রঙ্গের নির্মিতি দেয় তবু
শ্যামলী অঙের চিরায়ত সৌন্দয পিপাসায়।

আমাদের ক্ষণকাল মৃত পাতার নীচে বেঁচে থাকে-
ঘাসের আকুতি নিয়ে তবু কিসের আশায়?
     
Untitled Document

চাম্পারাইয়ে থার্টি
Total Visitor: 708305
সাপলুডু মূলপাতা | মতামত Contact : shapludu@gmail.com
Copyright © Life Bangladesh Developed and Maintained By :