Untitled Document
মূলপাতা শিরোনাম বটতলা পঞ্জিকা প্রদর্শনী

 

পুরানো সেই
-অনুপ চণ্ডাল

ডানা ভেঙে পড়ে আছে নিশ্চিন্দিপুর কোথায় যে!
তুইও এসেছিস কোন কাশফুলের কোল খালি করে!
উঠোনের কোনা থেকে সদ্য তুলে-আনা কাঁচা ঝালের
সবুজ স্বাস্থ্য মনে পড়ে? মনে পড়ে, গাছের ত্বকে
ছুরিতে-আঁকা ফোলা ফোলা মেয়েলিঙ্গ সেই?

একদিন জলেরে সই বুলেছিলাম
চল্ সেই জল-সইরে আজ খুঁজি
ধুলো ধুয়ে চেনা মুখ হাতে তুলে নিই

রাত দেখা হল না কতকাল!
তবু সারাদিন খেটে-খুটে এসে
রাত-খেকো আলোয় আয় পাঁচালির আসর বসাই।

পাথরের গল্প
-অনুপ চণ্ডাল

জলেও বাতাসে চেপে
পাথর আসে
পাথর এসে ভেড়ে-
ভারী হিমে ভরে যায় বুক, পাথরঘাটা

ধুলোয়-পাথরে ভরা চাঁদ তবু রাত এলে জোৎস্না ঝরায়

Untitled Document
Total Visitor : 708527
সাপলুডু মূলপাতা | মতামত Contact : shapludu@gmail.com
Copyright © Life Bangladesh Developed and Maintained By : Life Yard