Untitled Document
মূলপাতা শিরোনাম বটতলা পঞ্জিকা প্রদর্শনী
নুহ্নিপার চর্যা
-সোমনাথ রায়


বরষ পুরিত জাএ বারিষ ন পড়এ এ ভুএ।
গাও হরিত খেত চরএ ত দুগধ ন দুএ।।
ছুএও মারীত রুহ মনিষে মরত যাএ ঘাট।
ধানএ ন মিল খেত বসন ন মিলত পাট।।
দসুএ পোসল রাজ বাজ জন ইন্দ্র বজাএ।
মাথাত চালএ নহি মাঝত এ শর গজাএ।।
জলত চলএ বধু ভইও সো ভয়হিন মচ্ছ।
ধীবর ন ধরি তুহ সাগর সমিহ বাধ গচ্ছ।।
ভূসাই ভখিল ধরা সাই খিল মাইআর ঝিরে।
নুহ্নি ভনএ  সূন  মচ্ছিরা  খাইও  কুম্ভিরে।।

 

বসন্ত
-সোমনাথ রায়

মলয়ে দখিন চুমে।
মালতী ঝমায়ে ভূমে।
আওল মধুঋতু আওয়ে ফাগ মাহ।।

আম্র মুকুলে সাজে।
বনশাখে সুর বাজে।
পিয়ালে রাঙয়ে নভ গাহ পিক গাহ।।

সোই তুঁহু ও সজনি।
রূপ বহে সুরধুনি।।
পরবত ঝলকাওয়ে শিসে হিমবাহ।।

বিধুর আঙিনা পাশে।
সুখ বাসে দূরভাষে।
দুখদিনে ভনে সোম সপনে সমাহ।।


Untitled Document
Total Visitor : 708596
সাপলুডু মূলপাতা | মতামত Contact : shapludu@gmail.com
Copyright © Life Bangladesh Developed and Maintained By : Life Yard