Untitled Document
কার্তিক সংখ্যা ১৪১৭
মূলপাতা শিরোনাম বটতলা পঞ্জিকা প্রদর্শনী
চক্র কাটে পায়ে পায়ে
- ফেরদৌস নাহার

কবে লিখেছিলাম মনে পড়ে না
কবে লিখেছিলাম জন্মকালের সবকথা মনে পড়ে না
জন্ম মুছে যাচ্ছে আর ভালোবেসে পথে নেমেছে যারা
তাদের কথা কী আর লিখব
উদভ্রান্ত তারা সব ঘোর পায়ে চক্র কাটে।

মাথার আনাচে কানাচে বিষ্যুদবার রাত
ঘুরঘুর ঘুরে যায় নিঃশব্দ হাহাকার
মনে পড়ে ট্রেনে ট্রেনে এলেবেলে স্টেশনে নেমে পড়া
প্ল্যাটফর্মে হকার আর পত্রিকা হাতে সুব্রতদার ডাক-
এ-ই তোমরা চা খেলে নেমে পড়!
সেবার শীতযাত্রা ছিল খুব জমানো

পাহাড়ে পাহাড়ে প্রতিধ্বনি, ডেকেছিলে অনেকবার
আর আমি প্রতিবার চমকে ফিরে তাকিয়েছি!
ভ্রম শুধু ভ্রম, বাতাসে গেঁথে গেছে বিরহী উপকথা
তারপর কতবার পাহাড়ে গিয়ে খুঁজেছি সেই ডাক
পারলে অচেনা মানুষকে ধরে অনুরোধ করে বসি
অন্তত একবার সে-ইভাবে নাম ধরে ডাকবার...

জন্মজয়ের পথে পথে ছড়ানো কিছু ডাক, কিছু হারানো বিজ্ঞপ্তি  

.................................


Untitled Document
Total Visitor : 709224
সাপলুডু মূলপাতা | মতামত Contact : shapludu@gmail.com
Copyright © Life Bangladesh Developed and Maintained By :