Untitled Document
কার্তিক সংখ্যা ১৪১৭
মূলপাতা শিরোনাম বটতলা পঞ্জিকা প্রদর্শনী
ভাবনায় পূর্ণনন্দিনী
-মুহাম্মাদ সারফারাজ হুসাইন

মধ্যরাত্রের সমুদ্র যেমন মনখারাপ
করা নির্জন,
সে রকম  নির্জনতার মুখে আমি
কখনো  ভালোবাসা
দেখিনি।
পাবলিক লাইব্রেরির সম্মুখ সিঁড়িতে
পাখিদের নীড়ে ফেরা সন্ধ্যায় বসে
থাকার  সময়,
চিবুক ও হাঁটুর সন্ধিস্থলে
আমি কখনো ভুলে যাওয়া  দেখিনি।
তবুও নন্দিনী, দিন ও রাত পাশ কেটে চলে  যায়,
শুধু আমিই রয়ে যাই অর্থহীন।
মানসিক  পাহাড়ে যে না বলা
উপত্যকায়  আজ দ্বন্দ্বের চাষ হচ্ছে,
আমি সেখানেও  তোমার নামে একটি
চারাগাছ পুঁতেছি।
কল্পতরুর মতো  অজানা এক ‘পূর্ণনন্দিনী’  বৃক্ষের
নেশায়  তাতে নিয়ত জল দেই,
ছোট্ট ডালপালা  ছড়ানো বৃক্ষটির সাথে  তোমার
কথা বলি,
আর তাকে শোনাই
তোমায় নিয়ে লেখা
অপ্রকাশিত সব কবিতা।
ইতিহাসের রজকিনী
আর  আমার ভুলভ্রান্তিতে গড়া পূর্ণনন্দিনী,
সব মিলিয়ে  একাকার করে দেবো।
শুধু একটিবার এসে দেখে যেও,
সব  বন্ধন ছিঁড়ে ফেলে ছুটে  এসে
দেখে যেও,
ক ফোঁটা জননী অশ্রুজলের গর্ভাশয়ে জন্ম
নেয় আমার  একেকটি কবিতা।


Untitled Document
Total Visitor : 708581
সাপলুডু মূলপাতা | মতামত Contact : shapludu@gmail.com
Copyright © Life Bangladesh Developed and Maintained By :