Untitled Document
অগ্রহায়ণ সংখ্যা ১৪১৭
মূলপাতা শিরোনাম বটতলা পঞ্জিকা প্রদর্শনী


udritiকেভিন ক্যাচার        
        

এই ছবিটি সুদান দুর্ভিক্ষের উপর আলোকচিত্রী কেভিন ক্যাচারের তোলা। ১৯৯৪ সালে ছবিটির জন্য তিনি পুলিৎজার পুরস্কার পান। ছবিটি দুর্ভিক্ষতাড়িত এক শিশুর; মরণাপন্ন যে শিশুটি হামাগুড়ি দিতে দিতে কয়েক কিলোমিটার দূরের জাতিসংঘের লঙ্গরখানার দিকে যাচ্ছে। ছবির শকুনটি শিশুটির মৃত্যুর জন্য অপেক্ষা করছে- যাতে করে শিশুটিকে খেতে পারে। ছবিটি সমস্ত পৃথিবীর মানুষের বিবেককে ঘা দেয়। কেউ জানে না শিশুটির ভাগ্যে কি ঘটেছিল? এমনকি আলোকচিত্রী কেভিন ক্যাচারও জানতেন না কারণ তাকে ছবি তোলার পরেই চলে যেতে হয়েছিল।

তিন মাস পরে তিনি আত্মহত্যা করেন।
 


Untitled Document
 
Total Visitor : 708662
সাপলুডু মূলপাতা | মতামত Contact : shapludu@gmail.com
Copyright © Life Bangladesh Developed and Maintained By : Life Yard