Untitled Document
পৌষ সংখ্যা ১৪১৭
মূলপাতা শিরোনাম বটতলা পঞ্জিকা প্রদর্শনী
ধ্বংসের খসড়া
- শিমুল সালাহ্উদ্দিন

এভাবে ভাঙার শব্দ। ভাঙার আওয়াজ চারদিক- দিগি¦দিকে। তরতর। উঠে যাচ্ছে প্রাকার। বিশাল বিশ্বাস বনাজি, টুকরো টুকরো হয়ে, খণ্ডেবিখণ্ডে। মূলসহ। ছায়া। ডাল। পাতা। ছড়িয়ে, ছিটিয়ে। ছত্রখান। ধুলো উড়ছে। ধোঁয়া উঠছে। মণিষা, বোধ, বুদ্ধি, হৃদয়। উপ্চে পড়ছে ভয়ে। ভয়ঙ্কর। ধুলো উড়ছে...

না, আর ছায়া নয়। ছায়ার আঙুলে নেই ন্যুনতম ছোঁয়া। নিজস্ব ছায়াহীনতা। ভয়ার্ততায় সন্দিগ্ধ। বীর্যহত্যাশেষে, আত্মহত্যাশেষে। নকল প্লাস্টিক ফুলে সত্যিকার শোকের সাজানো বাসর। বেভুল অর্গানে গান। বাজছে বাজছে ঝুম বেলোয়ারী। ভাঙছে বালুকাবেলা। ভাঙছে ঢেউ। ভেঙে পড়তে পড়তে প্রাণ। ভেঙে পড়্ছে প্রাণের ওপর।

না, আজ সুস্ময় সু-সময় নয়। ভাঙন এখন। বৃদ্ধ বনস্পতি। পিতৃভূম। পোড়ো বাড়ি। মুখ ও আয়না। সুখ। প্রিয় ফারজানার ফার্নিচার। বুকের বারুদ। মুঠো করা হাত। ভাঙার ভাঙন এখন।

এসব আদিম দেনা। আদিম জন্মের, ভস্মের দেনা। শুধে নিতে। ভাঙতে ভাঙতে ফিরে যাওয়া। মাটি আর শৈশবে, কানমুচড়ে ধরে নিয়ে গোসল করানো আনোয়ারা-বু। অশ্র“ আর সায়োনারা। বিষাদ আর মানুষের দিকে।Untitled Document

মায়াংবা ফুল
Total Visitor : 708726
সাপলুডু মূলপাতা | মতামত Contact : shapludu@gmail.com
Copyright © Life Bangladesh Developed and Maintained By :