Untitled Document
আষাঢ় সংখ্যা ১৪১৮
মূলপাতা শিরোনাম বটতলা পঞ্জিকা প্রদর্শনী
আমার সন্ধ্যা বিডির সকাল
- ফেরদৌস নাহারকী ভাবে বেঁচে আছি,
কী ভাবে বেঁচে নেই
এইসব জোড়াতালির গল্প
করতে করতে
হাঁটছিলাম পাশাপাশি
হাতে একবোঝা জিনিসপত্র
ফোনকার্ড কিনতে ভুলে গেছি
দমকা বাতাসে
গলার মাফলার মাথার টুপি
উড়ে যেতে যেতে ধরে ফেলি

উষ্ণতায় যেতে হবে
কফিতে চুমুক, বাইরে বরফ
ঝির ঝির একটানা নরম তুলোট
সেলফোন বেজে ওঠে, কথা হবে
হয়তো এজীবনে
এসব কথা না বললেও হতো
কিছু কথা ঘুম ভাঙা চোখে
আড়মোড়া ভেঙে তাকায়
কিছু কথা ঝিমাতে থাকে
ক্যাথেড্রেলের বারান্দায়

ঢাকাতেও এবার নাকি
খুব শীত পড়েছে
লেপের তল থেকে উঠে
বাচ্চাগুলো স্কুলে যায়
ঝিমাতে ঝিমাতে
মা ওদেরকে  ধরে থাকে
পার্কের ঝরাপাতায়
আগুন পোহায় গোল হয়ে
ছেঁড়া সোয়েটারে নাক মুছে
যে যার মতো ফিরে চলে

আমার সন্ধ্যা এখন বিডির সকাল
কফিতে চুমুক দিয়ে এসব ভাবনা
আর কতকাল!
     
Untitled Document

কড়াইশুঁটির বিস্ময়
Total Visitor: 708412
সাপলুডু মূলপাতা | মতামত Contact : shapludu@gmail.com
Copyright © Life Bangladesh Developed and Maintained By :