Untitled Document
ভাদ্র সংখ্যা ১৪১৮
মূলপাতা শিরোনাম বটতলা পঞ্জিকা প্রদর্শনী
এই নাও অভিশপ্ত অশ্বসাজ
- ফেরদৌস নাহার



এই নাও অভিশপ্ত অশ্বসাজ / ফেরদৌস নাহার

এটা আর গোপন নেই, সকলেই জানে
যে রাতে আমার কাঁধে কেঁদেছিল সে
ঘন জ্যোৎস্নার শর লেগেছিল আমাদের দেহে
আমার শোবার ঘরের চারদিকে ছিল ছ’শটি জানালা
হু হু বাতাসে উড়েছিল নীলরঙ পর্দ্দা চারপাশে
আমাদের পা চলে যায়, যেখানে সত্যেরা মৃত্যুকে ডাকে
যেখানে ধবধবে বালিশে মাথা রেখে কেঁদে যায় চাঁদ।

সময়ের জোয়ার-ভাটা ধুয়ে দেয় বালুকার সাজ
সেই সব চোখেরা যারা খুঁজেছে নতুন সকাল
তাদের ক্ষতবিক্ষত ভাঙা হৃদয় এখন আমার হাতে
এই নাড়ির স্পন্দন বাঁধা ছিল নির্জন দুঃখের সাথে,
বনস্পতি, লতাগুল্ম, বুনো লিলির বরফ শীতলতায়
একদিন সরাসরি দেখে নেবো সকল ছদ্মবেশ
একদিন আমি আমার নাম তুলে নেবো মিথ্যে থেকে
সেই পর্যন্ত হৃদয় লুকিয়ে রাখবো স্ক্রাপখাতার পাতায়
দুর্লভ ছবি ও বয়ে যাওয়া ঘটনার টুকরো ক্লিপের মাঝে
এবং নিজেকে সরিয়ে নেবো উপচে পড়া মুগ্ধতা থেকে।
আমার সস্তা গীটারে যেকোনো দিন বেজে উঠতে পারে
অশান্ত-সংকেত, প্রগাঢ় ছাপ আঁকা দুর্বার প্রকৃতি
কেউ হয়তো তখন বহন করে নিয়ে যাবে অন্ধকারের কাছে
মুছে দেবে আমার সকল রেখা কব্জিরকলার একটানে...

এই নাও এই কবিতা আমার, নাও অভিশপ্ত অশ্বসাজ
এসবই এখন তোমার; সবই সেভাবে আছে যেভাবে ছিল।
     
Untitled Document
প্রদর্শনী

বাংলার জল-ছবি
তন্দ্রা মুখার্জী

video video
Copyright © Life Bangladesh
সাপলুডু মূলপাতা | মতামত Contact : shapludu@gmail.com