Untitled Document
ভাদ্র সংখ্যা ১৪১৮
মূলপাতা শিরোনাম বটতলা পঞ্জিকা প্রদর্শনী
গাছঘড়ি
- আফরোজা সোমাঅনেক তাড়ার মধ্যে এক তারা
ঘরহীন, পথে পথে একা;
একা, কিন্তু একাকী নয়,
মানুষের নিঃশ্বাস তাকে সঙ্গ দেয়
সঙ্গ দেয় মানুষের ছায়া,
অপরের সাথে অপরের আলাপ।

আজ সন্ধ্যায় এক তরুণ,
টি-শার্টের নিচে যার পুরোটাই
সামাজিক চাপ, বেদনা-নহর
আর মানিয়ে নেবার দ্বৈততা।

নিজের মধ্যে বিভক্ত
সেই তরুণের সাথে
আলাপ হলো আজ।

বেদনা-নহরের এক বন্ধু ছিলো
বন্ধুটি হিজড়া ছিলো
হিজড়া মানুষটির ছিলো
এক মেয়ে ও ক’জন নিজস্ব পুরুষ ।

আমি তারা, নিজস্ব নারী বা পুরুষ নেই,
আমি নক্ষত্র, নিজের বীজে নিজেই
ফুলবতী, প্রবল বীর্যময়।

আজ আমার ফুল ফুটেছে,
লাল পাপড়িতে সোনালি আভা;
সোনালি-আভা ফুল হিজড়াকে দিলাম;
কানের পাশে, পুরুষালি ছাঁটে কাটা
ছোটো ছোটো চুলে সেই ফুল
গুঁজেছে সে ক্লিপ দিয়ে।

আজ আমার কেমন যেনো লাগছে
মায়ের কথা মনে পড়ছে শুধু
মা ছিলো মানবশিশু;
কিন্তু তার জন্ম ছিলো
এক নক্ষত্রের পেটে।

আমার মা মানুষ কিন্তু আমি তারা
আমার মা মানুষ কিন্তু তার মা তারা।

তাড়াহীন আজ সারাদিন
পথে পথে, কে আছো বেকার
অকর্মা লোক? আমার সঙ্গে
আসতে পারো ।
আজ গাছ হবো;
তারাজন্মে অনেক গতি,
তাড়াহুড়ো, ব্যস্ততা।
আজ আমার তাড়াহীন স্থির,
অনড় বৃক্ষ হবার উৎসব।
আজ সময় বা নিয়ম নেই,
যারা ঠকায় আমাকে রোজ
আজ তাদেরো নিমন্ত্রণ।

আমি অনড় গাছ; বৃক্ষঘড়ি;
আমার পাতায় সূর্যের রংবদল দেখে
বুঝে নিতে পারো সময়ের হিসেব।

     
Untitled Document
প্রদর্শনী

বাংলার জল-ছবি
তন্দ্রা মুখার্জী

video video
Copyright © Life Bangladesh
সাপলুডু মূলপাতা | মতামত Contact : shapludu@gmail.com