Untitled Document
কার্তিক সংখ্যা ১৪১৮
মূলপাতা শিরোনাম বটতলা পঞ্জিকা প্রদর্শনী
সেইসব ঘোর-ভাঙা স্বপ্নের দিন
- অঞ্জন আচার্য


দূরবর্তী ঢাকের তুমুল শব্দে ধ্বনিত হয় শরতের নীলাকাশ
ধবল কাশফুলের কোমল বিছানার ওপর শয্যারত ঘুম-
কান পেতে শোনে অমৃত ধমনি-প্লাবনে। বুঝি আসন্ন সেই মহোৎসব।

দশভুজা মৃন্ময়ী দেবীর দশমহাবিদ্যা ফুটে ওঠে শিল্পীর কারুকাজে,
আগত কোয়াশামাখা ভোরের জমে থাকা শিশিরের ওপর ভাসে ত্রিনয়নী মুখ।

ছেলেবেলার প্রতীক্ষার গোপন ক্যালেন্ডারের তারিখ তাকিয়ে থাকে কাক্সিক্ষত ভোরের জন্য
যক্ষের সিন্দুকে লুকিয়ে রাখি নতুন কেনা জামা ও জুতা;
দেখলেই পুরানো হয়ে যাবে তাই...

অতঃপর ক্রমাগত প্রতীক্ষার পর আসে অকালবোধন।

ঢাকের মাতাল শব্দে অথবা কাঁসার ঘণ্টার ছান্দস আরতি টানে
আলোকিত মণ্ডপে ঘুরে ফিরে অগুনতিবার- নতুন করে দেখার অব্যর্থ প্রয়াস আর
দলবদ্ধ বন্ধুর ভিড়ে দলছুট কিশোর মনের দরজা-জানালা খোলা;
ছিল ছায়াঘেরা শান্ত দুপুরে ভাসা শ্বেতপদ্মের স্বপ্নের রঙধনু দিন।

এখনও শত কোলাহলে যাপিত জীবনে পেট্রোল-পোড়া ধোওয়ার মাঝেও
সেইসব পুরাতন চেনাজানা ঘ্রাণে চমকে উঠি কেন
আজও হলো না জানা।
     
Untitled Document

তিন পাপড়ির ফুল
প্রদর্শনী

চাঁপাইনবাবগঞ্জ ফটো ক্লাব
Copyright © Life Bangladesh
সাপলুডু মূলপাতা | মতামত Contact : shapludu@gmail.com