Untitled Document
চুনিয়াঝোরার ফুল
এ সংখ্যায় যে ফুলটা দিচ্ছি তা এ পর্যন্ত যত ফুলের ছবি তুলেছি তার মধ্যে সম্ভবত সেরা। যেমন সুন্দর ফুল, তেমনই ছিল পটভূমি। কয়েক বছর আগে এক বৃষ্টিমেদুর দিনে জলপাইগুড়ির চুনিয়াঝোরা চা বাগানে দেখেছিলাম এই ফুল। বাগানের ফুল হলেও গৃহস্থজন এর নাম বলতে পারেননি। প্রিয় ভ্রমণের সে গল্প আরেকদিন হবে।

লেখা ও ছবি: প্রিসিলা রাজ


আলোকচিত্রী : প্রিসিলা রাজ

আলোকচিত্রী : প্রিসিলা রাজ
 
 
Untitled Document